ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

লাহোরে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭ , ০১:১৩ পিএম


loading/img

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশসহ নিহত হয়েছেন ২৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন।

বিজ্ঞাপন

এদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের লাহোর জেনারেল হাসপাতাল, ইতহেফাক হাসপাতাল ও জিন্নাহ হাসপাতালে রাখা হয়েছে।

লাহোর পুলিশের ডেপুটি চিফ হায়দার আশরাফ জানান, সোমবার বিকেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কাছে ফিরোজপুরের ব্যস্ত এলাকায় হামলাটি হয়। ওই সময় একটি সবজি বাজারে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছিল।

বিজ্ঞাপন

জঙ্গি সংগঠন তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় শিকার করেছে। হামলার পর নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের মুখপাত্র মুহাম্মদ খুরশানের সই করা বিবৃতি দেশটির গণমাধ্যমগুলোতে পাঠানো হয়।

দেশটির প্রভাবশালী সংবাদ সংস্থা দ্য ডন জানায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে হামলাটি চালায় আত্মঘাতী এক হামলাকারী। এতে বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। আহতদের কয়েকটি হাসপাতালে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় লাহোরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এতে হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বিজ্ঞাপন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান দোষীদের আটক করে দ্রুত বিচার করারও দাবি জানিয়েছেন।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |